**রংপুর নাগরিক সমাজ(RNS) সংগঠনের নিউজ পোর্টাল rnsnews24.com এ স্বাগতম।  *** প্রতিনিধি নিয়োগ*** রংপুর বিভাগের সকল জেলা ও রংপুর জেলার সকল উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ- 01722-882770 ।  *** সবার আগে নির্ভুল সংবাদ পেতে নিয়মিত ভিজিট করুন।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খুলনায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন   রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শতাধিক চিকিৎসক নিয়ে ডক্টরস নাইট অনুষ্ঠিত জাতীয় বডি বিল্ডিংয়ে মিষ্টার বাংলাদেশ কে এই রংপুরের আহসানুল হক রংপুরে দুই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ রংপুর সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী ডালিয়া উঠান বৈঠক অনুষ্ঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হাজ্জাজের বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী কেন্দ্রীয় অনুমোদন পেল সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা কমিটি জাল দলিল করে জমি আত্মসাৎ করার ঘটনায় লিপি খান-শিমুল ভরসাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা রংপুরে বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা রসিক স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলনের নির্বাচনী ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন
ভাবির হাতে দেবর খুন: আটক দুই

ভাবির হাতে দেবর খুন: আটক দুই

ভাবির হাতে দেবর খুন: আটক দুই

রংপুরের পীরগাছায় রওশন (৩৪) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাবীর বিরুদ্ধে।  শনিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কৈকুড়ি মিঠাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রওশন ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রওশন মিয়ার সাথে বিগত দুই বছর আগে তার স্ত্রীর বিচ্ছেদ হয়।  গত বৃস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রওশন একটি মেয়েকে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং বিয়ে করবেন বলে জানান। তখন ভাবী আরিফা আক্তার (২৮) ও স্বজনদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়েটি পালিয়ে যায়। ওই রাতেই রওশন মিয়া বিষপান করেন। পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা নিয়ে পরদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে ওই ইউনিয়নের মোংলাকুটি গ্রামে তার বোনের বাড়িতে গিয়ে ওঠেন রওশন। এরপর শনিবার সকাল ১১টার দিকে রওশন আবারো নিজ বাড়ি মিঠাপাড়া গ্রামে তার বাড়িতে গেলে ভাবী আরিফা আক্তার তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রওশন মারা যান। তার ৫ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। পরে খবর পেয়ে পীরগাছা থানার পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার এবং অভিযুক্ত ভাবী আরিফা আক্তার ও ভাই রতন মিয়াকে (৩৮) আটক করে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান জানান, ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভাবী ও ভাই রতন মিয়াকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

 

সংবাদটি সবাইকে জানাতে আপনার স্যোস্যাল অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করুন




©২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। আর এন এস নিউজ ২৪.কম।