জিপি ডেস্ক ঃ
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১০ মার্চ রবিবার নীলফামারীর ছয় উপজেলায় ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। আজ শনিবার(৯ মার্চ) দুপুরের হতে ভোটগ্র হণের সকল প্রস্তুতি সম্পন্ন শেষে সরঞ্জাম বিতরনের কাজ করছে রিটানিং কর্মকর্তারা।কেন্দ্রে কেন্দ্রে ব্যালট ও ব্যালট বাক্্রসহ সকল সরঞ্জাম বুঝে নিয়ে কেন্দ্রে যাচ্ছেন প্রিজাইটিং অফিসার।
নীলফামারী সদর, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বর হতে নির্বাচন অফিস গুলো কেন্দ্র গুলোর দায়িত্ব প্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রে চলে যাচ্ছেন।জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম জানান, ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। সন্ধ্যার আগেই সেগুলো প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে। ওইসব মালামাল নিরাপত্তার মধ্যে রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। কাল সকাল আটটায় শুরু হবে ভোটগ্রহণ। বিরতিহীন ভাবে চলবে বিকাল চারটা পর্যন্ত।মোট ভোট কেন্দ্র পাচঁশত আটটি।সদরে একশত ছাব্বিশটি,ডিমলায় তেহাত্তুরটি,ডোমার চৌষট্টি,জলঢাকা উননব্বইটি,কিশোরগঞ্জ আটাত্তুর,সৈয়দপুর আটাত্তুর।উলেখ্য উচ্চ আদালতে মামলা জটিলতার কারনে নীলফামারী সদর ও জলঢাকা উপজেলায় শুধুমাত্র চেয়ারম্যান পদে ভোটগ্রহন স্থগিত রাখা হয়েছে।