স্্টা রিপোর্টের ॥ রংপুর সিটি করপোরেশনের আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষে রংপুর ক্রিকেট গার্ডেনে গতকাল বৃহস্পতিবার অনুষ্টিত মেয়র কাপ টি-টুয়েন্টি কিক্রেট প্রতিযোগীতায় দিনের প্রথম খেলায় তাজহাট ওয়ারিয়স ২ ইউকেটে তিস্তা থানডাসকে পরাজিত করেছে। দিনের দ্বিতীয় খেলায় শ্যামাসুন্দরী দ্যা বিউটি ২ ইউকেটে বেগম রোকেয়া পাইওনিয়ারকে পরাজিত করে।
প্রথম খেলায় টস জয়ি তিস্তা থানডাস ব্যাট করতে নেমে ৫ ইউকেট হারিয়ে ১৫৭ রান করে। দলের পক্ষে শুভ ৪৬ বলে ৫৪, রাকিবুল হাসান ১৯ বলে ৩৮, মিম ৩৩ বলে ৩৬ ও আরী ১৭ বলে ২২ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে তাজহাট ওয়ারিয়স ৮ ইউকেটের বিনিময়ে জয় সূচক রান করে। তাজহাট ওয়ারিয়র্সের পক্ষে রহমান ৫০ বলে ৬৮, আরাফাত, শামীম ও তারেক প্রত্যেকে ১৭ রান করে সংগ্রহ করেন।
দ্বিতীয় খেলায় টসে জিতে ব্যাট করতে সেমে বেগম রোকেয়া পাইওনিয়ার ৬ ইউকেটের বিনিময়ে ১৫১ রান করে। দলের পক্ষে সালাউদ্দিন ৫০ বলে ৬৮, সাদ্দাম ৮ বলে ১৮, জাতীয় দলের সাবেক খেলোয়াড় ১৮ বলে ২৪ রান করে।
জয়ের জন্য শ্যামাসুন্দরী দ্যা বিউটি ৮ ইউকেট হারিয়ে ১৫২ হারিয়ে জয় সূচক রান করেন। দলের পক্ষে জাতীয় দলের সাবেক খেলোয়াড় ২৮ বলে ৩৫, সোহেল ২৩ বলে ২৮, রশিদ অপরাজিত ১৪ বলে ২১ ফিরোজ অপরাজিত ৯ বলে ২২ রান করে।