স্টাফ রিপোর্টারঃ রংপুর নিউ সেনপাড়ার ঐতিহ্যবাহী শহীদ রতন স্পোর্টিং ক্লাবের নিজস্ব জায়গায় ত্রিতল ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন হয়েছে। প্রচন্ড কুয়াশা ও শীতে ক্লাবভবনের পিছনে বর্ধিত অংশে সকাল ১১টায় ভিত্তি দেন সমাজসেবী, বিদুষী নারী মিসেস আখতার বানু চৌধুরী। অন্যান্যদের মধ্যে ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর মাহাবুবুর রহমান মঞ্জু, সোনালী ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান, ডাঃ সুদীপ কুমার ঘোষ, দোকান মালিক সমিতির সভাপতি ও ক্লাব সেক্রেটারি আলতাফ হোসেন ও ক্লাবের প্রজেক্ট ম্যানেজার জাকির হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ক্লাব সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে আলোচনা সভায় জানানো হয় এই ক্লাব সম্প্রসারণ প্রকল্পের প্রথম ফেইজে প্রাক্কালিত ব্যয় ১০ লক্ষ টাকা। ক্লাব সদস্য ও বিভিন্ন অনুদানের অর্থে ক্লাব ভবন নির্মিত হবে। জাতীয় পর্যায়ের বহু পুরস্কার এই ক্লাবের আছে। এটি সরকারের নিবন্ধিত একটি সার্বজনীন ক্লাব।