স্টাফ রিপোর্টার॥ মেয়র কাপ টি টুয়েন্টি টুর্ণামেন্টের ফাইনালে উঠেছে রংপুর জেলা প্রশাসনের টীম হাড়িভাঙ্গা ক্যাটার্স। রোববার ঘাঘট গ্লাডিয়েটরস কে পরাজিত করে ফাইনালে উঠে। রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠার গৌরব অজর্ন করে হাড়িভাঙ্গা ক্যাটাস।
ঘাঘট গ্লাডিয়েটরস প্রথমে ব্যাট করতে নেমে ১৩৫ রান সংগ্রহ করে। পরে রংপুর জেলা প্রশাসনের ক্রিকেট টিম “হাঁড়িভাঙ্গা ক্যাটার্স” ২ উইকেট হাতে রেখেই ম্যাচ জয়লাভ করে। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয় টীমের অধিনায়ক অনুর্ধ ১৯ বিশ^কাপ জয়ী তারকা ক্রিকেটার আকবর আলী। টুর্ণামেন্টের ফাইনাল খেলা ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।