স্টাফ রিপোর্টারঃ প্রতিটি ম্যাচের মতো সেমিফাইনালে একাই ফাইনালে তুললেন দলকে আকবর। খেললেন ৪১ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস। দলকে ফাইনালে তুললেন। মুজিব শতবর্ষ উপলক্ষে মেয়র কাপ T-20 টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচের ম্যাচ সেরা খেলোয়াড়। হাড়িভাঙ্গা কাটার্সের অধিনায়ক ও অনুর্ধ ১৯ বিশ্ব কাপ জয়ী অধিনায়ক মি.কুলবয় খ্যাত আকবর আলী চমকের চমক দেখিয়ে যাচ্শেছেন। শেষ ম্যাচে তার চমকের অপেক্ষায় ক্রিকেট পাগল দর্শক।