স্টাফ রিপোর্টার:ফুটবল চর্চা হোক নতুন বাংলাদেশ গড়ার নতুন হাতিয়ার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মাদ মারুফ হাসান বিপিএম,পিপিএম। বৃহ:পতিবার (১৮ মার্চ) বিকেল ৪টায় রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের নয়াপুকুর খেলার মাঠে নারী ফুটবলারদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত আইজিপি বলেন,আমি ফুটবল পাগল মানুষ।ফুটবল ভালো লাগার কারণে দেশের বিভিন্ন এলাকায় সরকারি দায়িত্ব পালন কালে ফুটবল টুনামেন্ট এর আয়োজন করে স্থানীয় ফুটবলকে উৎসাহিত করেছি।এখন আমি বাংলাদেশ পুলিশ ফুটবল টিমের ম্যানেজার এর দায়িত্ব পালন করছি।রংপুরের এই নিভৃত পল্লিতে এসে আমি দেখছি হাফ প্যান্ট পড়ে মেয়েরা ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে।এটাকেই বলে উন্নয়ন। এর অর্থ বাংলাদেশ পরিবর্তন হয়েছে।মানুষের চিন্তার পরিবর্তন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন,কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মফিজার রহমান রাজু,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির,সদর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক হাসান আল সাকিব,ফুটবল কোচ মিলন মিয়া,সদর উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান মাস্টার প্রমুখ।