স্টাফ রিপোর্টার॥ রংপুরে জেএমবি’র সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছে। শনিবার (২২ মে) বিকেলে র্যাব ১৩ এর একটি টীম রংপুর শহর এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ’ (জেএমবি)
এর সক্রিয় সদস্য রেজাউল ইসলাম (২১) কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ’ (জেএমবি) এর সক্রিয় সদস্য বলে জানান। সে বিভিন্ন বেনামী আইডি ব্যবহার করে
উক্ত সংগঠনের তথ্যাবলীসহ উগ্র ও জঙ্গিবাদী তথ্য সমূহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা করে থাকে। অনলাইনভিত্তিক বিভিন্ন যোগাযোগ
মাধ্যমে ও সোশাল মিডিয়া ব্যবহার করে সে কোমলমতি তরুণ ও যুবকদের টার্গেট
করে জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণ ও জঙ্গি ভাবধারা প্রচার করত বলে জানা যায়। এসময় তাঁর কাছ থেকে উগ্রবাদী ও জঙ্গিবাদে প্রচারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিম, উগ্রবাদী বিভিন্ন বই, জেএমবি প্রচারণা সংক্রান্ত ফেসবুক একাউন্টের স্কিনশট, উগ্রবাদী লেখা সম্বলিত বিভিন্ন লিফলেট এবং চ্যানেলের লিংক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জেএমবি’র সক্রিয় সদস্য রেজাউল ইসলাম এর
বিরুদ্ধে আইনানুগ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরণের
অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।