নীলফামারী প্রতিনিধি ॥
নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ।আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর আয়োজনে আলোচনা সভার বিষয় হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের তাৎপর্য এবং উন্নয়ন অগ্রগতি।সভায় প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক নাজিয়া শিরিন।বিশেষ অতিথি ছিলেন,পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন,পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ,পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টু।বক্তরা জাতির পিতার জীবন ও ভাষনের তাৎপর্য তুলে ধরেন।