করোনায় আক্রান্ত মৃত নারীর গোসল করালেন ইউএনও খালেদা খাতুন রেখা
স্টাফ রিপোর্টারঃ করোনায় আক্রান্ত মৃত নারীর গোসল করালেন ইউএনও খালেদা খাতুন রেখা। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের কাউখালী উপজেলায়।
কাউখালীতে করোনায় আক্রান্ত এক মৃত নারীর লাশ গোসল করাতে কেউ এগিয়ে আসেনি। এই সংবাদ শুনে ওই নারীকে শুক্রবার রাতে গোসল, কাফন পরিয়ে দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা খালেদা খাতুন রেখা। সাহসী ও মানবিক আচরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা খালেদা খাতুন রেখার প্রশাংসা এখন সর্বত্র।