সভাপতি রেজাউল মহাসচিব রাবি
এলপিজি অটোগ্যাস এন্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন রংপুর জোন কমিটি গঠন
স্টাফ রিপোর্টার॥ এলপিজি অটোগ্যাস এন্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন রংপুর জোন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ রেজাউল হককে সভাপতি ও মোঃ সানোয়ার হোসেন রাবিকে মহাসচিব মনোনিত করা হয়। সম্প্রতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ – সভাপতি একেএম আনোয়ারুল খায়ের, যুগ্ম মহাসচিব মোঃ ইকবাল হোসাইন, অর্থ সম্পাদক মো: আতিকুর রহমান সবুজ, যুগ্ম অর্থ সম্পাদক আহমেদ রহমান সাগর, অফিস সচিব মোতাব্বের হোসেন বিদ্যুৎ, যুগ্ম অফিস সচিব ফিরোজ জামান, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহমুদ ইলাহি বিপ্লব, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হারিসুল ইসলাম, সদস্য ইমতিয়াজ আহমেদ, মাসুম আল আমিন, আকতার হোসেন জিকু, রজব আলী, এজাজুল হক, আরিফুর রহমান, সমর্জিত সাহা রিন্টু, আরিফুর রহমান জুয়েল ও আমজাদ হোসেন। কমিটির সদস্যবৃন্দ রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও লালমনিরহাট জেলার উন্নয়নে কাজ করবে।