রংপুরে জিংক ধান ও চাল ব্যবসায়ীদের বাজারজাতকরণ শীর্ষক সভা অনুষ্ঠিত
স্টাফ রির্পোটর ; আরডিআরএস বাংলাদেশ হারভেষ্টপ্লাস এর সহযোগীতায়
ওহঃবমৎধঃবফ ঋড়ড়ফ ঝুংঃবসং অঢ়ঢ়ৎড়ধপয ঃড় ইঁরষফ ঘঁঃৎরঃরড়হ ঝবপঁৎরঃু (ওঋঝ)
প্রকল্পের মাধ্যমে রংপুর এর প্রশিক্ষণ কেন্দ্রে জিংক ধান ও চাল
ব্যবসায়ীদের সাথে বাজারজাতকরণ শীর্ষক এক সভার আয়োজন করা হয়েছে। গতকাল
বৃহম্পতিবার দুপুরে রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আব্দুল কাদের প্রধান
অতিথি হিসেবে উপস্থিত হয়ে সভার উদ্বোধন করেন ।
আরডিআরএস বাংলাদেশ রংপুর এর হেড অব অ্যাডমিন এন্ড জিএস মো: নজরুল গনির
সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালী যুক্ত হন হারভেস্টপ্লাস এর
কার্ন্টি রিপ্রেনজেটেটিভ ড. খায়রুল বাশার , কো অর্ডিনেটর মো : মজিবর
রহমান, তিনি নতুন জিংক ধানের জাত ব্রি ধান ১০০ সম্পর্কে এবং বিভিন্ন
সংস্থার সাথে যৌথভাবে কাজ করার কথা বলেন। বক্তব্যে রাখেন আরডিআরএস
বাংলাদেশ এর সিনিয়র কোঅর্ডিনেটর (কৃষি ও পরিবেশ) মোঃ মামুনূর রশিদ ,বিশেষ
অতিথি উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, তারাগঞ্জ এর
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে. এম. তরিকুল ইসলাম; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,
তারাগঞ্জ এর উপজেলা কৃষি অফিসার উর্মি তাবস্সুম; কৃষি বিপণন অধিদপ্তর,
রংপুর এর সহকারী কৃষি বিপণন কর্মকর্তা মো: শাহিন আহম্মেদ ।
মোঃ মামুনূর রশিদ বলেন জিঙ্কসমৃদ্ধ ধানের উৎপাদন নিশ্চিত করতে কৃষক
পর্যায়ে মানস¤পন্ন ধান বীজ ডিলার ও রিটেইলার সরবরাহ এবং উৎপাদিত ধান
এগ্রিগেটর এর দ্বারা সংগ্রহ করে অটো রাইস মিলের মাধ্যমে স্থানীয় চাল
ব্যবসায়ীদের দ্বারা বাজারে সহজলভ্য করার লক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ
হারভেস্টপ্লাস-আইএফএস প্রকল্পটি বাস্তবায়ন করছে।এছাড়াও হারভেস্টপ্লাস
প্রকল্পের অমৎরপঁষঃঁৎব জবংবধৎপয ধহফ উবাবষড়ঢ়সবহঃ ঙভভরপবৎ (অজউঙ) মো:
রুহুল আমিন মন্ডল জিংক সমন্ধে বলেন জিংকের অভাবে ডায়রিয়া, রোগ প্রতিরোধ
ক্ষমতা কমে যাওয়া, টাক সমস্যা, খাটো হওয়া, মাতৃত্বজনিত সমস্যা এবং
নিউমোনিয়া দেখা দেয়। এরপর তিনি জিংক সমৃদ্ধ বিভিন্ন ধানের জাত
বাজারজাতকরণের উপর আলোচনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে জিংক চালের পুষ্টিগুণ অক্ষুন্ন রাখতে যদি
সম্ভব হয় ঢ়েকিতে ছাটানো সম্ভব হলে বাংলাদেশের মানুষের খনিজ ও পুষ্টির
অভাব লাঘব হবে বলে আমি আশা করছি। তিনি আরো বলেন সচিব মহোদয় জিংক চাল
সম্পর্কে জানতে চেয়েছেন যা পরবর্তিতে বিশেষ পরিকল্পনা করবেন এবং ওএমএস,
ভিজিডি ও ভিজিএফ এর সদস্যদের জিংক চাল দেওয়ার জন্য সুপারিশ করবেন। উক্ত
কর্মশালায় ধান ব্যবসায়ী চাল ব্যবসায়ী , নারী সিবিও লিডার অটো রাইস
মিলার , সাংবাদিক এবং আরডিআরএস বাংলাদেশ এর সংশ্লিষ্ট কৃষি অফিসার সহ
মোট ৩৫ অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।##