তিস্তা নদী ভাঙনের শিকার প্রকৃত দুস্থ পরিবারকে পুনর্বাসনের দাবী
স্টাফ রিপোর্টারঃ তিস্তা নদী ভাঙনের শিকার প্রকৃত দুস্থ পরিবারকে পুনর্বাসন এবং বিজ্ঞানসম্মত ভাবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী ও সাধারণ সম্পাদক
শফিয়ার রহমান প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা কার্যক্রমের আওতায় নদী ভাঙনে ভিটেমাটি হারানো অতিদরিদ্র,ভূমিহীন ও দুস্থ পরিবারকে পুনর্বাসনের জন্য সরকারের গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।নেতৃবৃন্দ সরকারের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে বলেন,আমরা তিস্তা আন্দোলনের ৬ দফার ৩ দফাতে তিস্তার ভাঙনের শিকার ভূমিহীন ও গৃহহারাদের পুনর্বাসনের দাবি উত্থাপন করেছি।এবং দাবি বাস্তবায়নে তিস্তার ভাঙনে সর্বস্ব হারানো মানুষ দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন।তিস্তার ভাঙনের কান্নার নানা সচিত্র প্রতিবেদন বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রচার করেছিল ধারাবাহিকভাবে।বিষয়টি সরকার এবং সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসায় প্রথম দফায় গোটা দেশের নদী ভাঙনকবলিত এলাকার ৫১ হাজার ৯৪ পরিবারকে পুনর্বাসন সহায়তা দিতে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ বিভাগ।ক্ষতিগ্রস্ত বসতবাড়ির ক্ষয়ক্ষতি ও পরিবারের নির্ভরশীল সদস্য সংখ্যার ভিত্তিতে পুনর্বাসন সহায়তার পরিমাণ করা হবে।পরিবারের সদস্য সংখ্যা ৪ জন হলে সর্বোচ্চ ৫০ হাজার,পাঁচজন হলে ৬০ হাজার এবং ছয়জন হলে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা দেওয়া হবে।সুবিধাভোগী পরিবার হিসেবে দরিদ্র পরিবার যাদের মাসিক আয় ১৫ হাজার টাকা,ভূমিহীন পরিবার যাদের জমির পরিমাণ অনধিক দশমিক ০৫ শতাংশ,দুস্হ পরিবার যাদের উপার্জনক্ষম সদস্য নেই,অসচ্ছল মুক্তিযোদ্ধা,প্রতিবন্ধী,বিধবা,স্বামী নিগৃহীত,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী,হিজড়া,বেদে প্রভৃতি পরিবার এ সহায়তার আওতায় আসবে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। উপকারভোগী বাছাই করতে স্হানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সভাপতি করে ০৯ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করা হবে।নেতৃবৃন্দ সরকারের এই মহৎকর্ম যাতে নয়ছয় না হয় এবং নীতিমালার আলোকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন হয় সে বিষয়ে চোখ-কান খোলা রেখে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের তিস্তা পাড়ের কমিটিগুলোর নেতা কর্মীদের উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।পাশাপাশি তিস্তার ভাঙনের কান্না থামাতে স্হায়ী সমাধান নিশ্চিত করার জন্য নেতৃবৃন্দ
বিজ্ঞান সম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।