১৯নং ওয়ার্ডে সম্প্রসারিত বাইপাস সড়কে স্থাপনকৃত আধুনিক এলইডি লাইটের শুভ উদ্বোধন
গ্রাম হবে শহর-প্রধানমন্ত্রীর দেয়া এই প্রতিশ্রুতি বাস্বাতয়নে নিরলসভাবে কাজ করে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। নগরীর ৩৩টি ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চলকে আলোকিত করার প্রত্যায় নিয়ে গত বৃহস্পতিবার বাদ এশা নগরীর ১৯নং ওয়ার্ডের ইসলামপুর হনুমান তলা থেকে বাংলাদেশ ব্যাংক সংলগ্ন আরডিআরএস মোড় এবং সুরভী উদ্যান থেকে রংপুর সরকারী কলেজ পর্যন্ত সমপ্রসারিত বাইপাস সড়কে স্থাপনকৃত এলইডি লাইট জালিয়ে এর শুভ উদ্বোধন করেন করা হয়।
রংপুর সিটি কর্পোরেশনকর্তৃক বাস্তবায়নকৃত ডিপিপি’র অর্থায়নে অত্যাধুনিক সড়ক বাতি প্রকল্পের আওতায় রংপুর সিটি কর্পোরেশন সড়ক বাতির প্যাকেজ নং-১ এর অধীনে উক্ত এলইডি সড়ক বাতি স্থাপন করেন এডেক্স গ্রুপ।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইজ টিপে উক্ত এলইডি লাইট জালিয়ে শুভ উদ্বোধন করে অত্র এলাকাকে আলোয় আলাকিত করেন। রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু’র সঞ্চালনায় এবং সাবেক কমিশনার ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন লেবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর মহানগর শাখার যূগ্ম সাধারণ সম্পাদক মোঃ নওশাদ রশিদ, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর কমিটির যূগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, কারমাইকেল কলেজের সহকারী অধ্যাপক ওয়াহেদুজ্জামান মিঠু, এ্যাড. মাসুদার রহমান ও জাতীয় যুব সংহতি রংপুর জেলার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।