রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা ছাত্রলীগের খাবার সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টারঃ রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের বানিয়া পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা ছাত্রলীগ খাবার সামগ্রী বিতরণ করেছেন।
গত ২৭ সেপ্টেম্বর ৮ পরিবারের প্রায় ১৫ ঘর সহ গরু, ছাগল, ধান,চাল অর্থ, আসবাবপত্র অন্যান্য জিনিস পত্রের ক্ষতি হয়। এই খবর পাওয়ার পরে রংপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম সাব্বির আহমেদ তার নিজ উদ্যোগ চাল, ডাল, তেল, আলু, বেগুন নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী নিয়ে পাশে দাড়ান।
এসময় উপস্থিত ছিলেন রংপুর ছাত্রলীগের নেতৃবৃন্দ ও রংপুর সদর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ প্রসঙ্গে রংপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম সাব্বির আহমেদ বলেন, বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি।