মিঠাপুকুরে নিষিদ্ধ মাছ বিক্রয় করায় জরিমানা
স্টাফ রিপোর্টারঃ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় বিক্রয় নিষিদ্ধ ও কেমিক্যাল মিশ্রিত মাছ বিক্রয় প্রতিরোধে অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৯ অক্টোবর) বিকেলে মিঠাপুকুর উপজেলার বিভিন্ন পাইকারি ও খুচরো মাছ বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।এসময় বিক্রয় নিষিদ্ধ ও কেমিক্যাল মিশ্রিত মাছ বিক্রয়, পঁচা মাছ বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। বিভিন্ন দোকানে বিক্রয় নিষিদ্ধ ও কেমিক্যাল মিশ্রিত মাছ বিক্রয় কার্যক্রমের সাথে জড়িত থাকার দায়ে একজন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনগণের জন্য নিরাপদ মাছ সরবরাহ নিশ্চিতকরণে এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান। অভিযানে মৎস বিভাগ ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।