শিক্ষক সম্মাননা স্মারক ২০২১ পেলেন সাহিনা সুলতানা
স্টাফ রিপোর্টারঃ করোনা পরিস্থিতিতে অনলাইনে পাঠদানে বিশেষ অবদানের জন্য শিক্ষক সম্মাননা স্মারক ২০২১ পেলেন রংপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক সাহিনা সুলতানা। ৫ অক্টোবর ২০২১ বিশ্ব শিক্ষক দিবসে জেলা শিক্ষা অফিস আয়োজিত “শিক্ষা সংকট উত্তরণে শিক্ষক ও অনলাইন স্কুল অনুষ্ঠানে এ শিক্ষক সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর এসএম আব্দুল মতিন লস্কর। এছাড়াও সিনিয়র শিক্ষক সাহিনা সুলতানা সৃজনশীল কাজের জন্য অনেক পুরস্কার ও সম্মাননা প্রাপ্ত হয়েছেন। সাহিনা সুলতানা সাহিত্যের কাগজ মৌচাক এর উপদেষ্টা, রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের আজীবন সদস্য, ফিরে দেখার যুগ্ম সাধারণ সম্পাদক, অভিযাত্রিক সাহিত্য-সংস্কৃতি সংসদের সদস্য, সম্মিলিত সাহিত্য সমাজের সদস্য, স্বর্ণনারী এসোসিয়েশনের সদস্যসহ সামাজিক ও সাহিত্য-সংস্কৃতির সাথে সম্পৃক্ত রয়েছেন। উল্লেখ্য সাহিনা সুলতানা প্রয়াত ভাষাসৈনিক ও বীরমুক্তিযোদ্ধা মীর আনিসুল হক এর কনিষ্ঠ কন্যা। এদিকে সাহিত্যের কাগজ মৌচাক উপদেষ্টা ও রংপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক সাহিনা সুলতানা শিক্ষক সম্মাননা স্মারক ২০২১ পাওয়ায় মৌচাক পরিবার এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন মৌচাক প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল ও সম্পাদক রেজাউল করিম জীবন।