রংপুর নাট্যকেন্দ্রের ২৩ বছর পূর্তি উৎসবের উদ্বোধন
স্টাফ রিপোর্টার॥ নানা আয়োজনের মধ্যদিয়ে রংপুর নাট্যকেন্দ্রের ২৩ বছর পূর্তি উপলক্ষে ৪ দিনব্যাপী উৎসবের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার টাউনহল চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। উদ্বোধনী অনুষ্ঠানে নাট্যকেন্দ্রের সভাপতি প্রকৌশলী মাহবুবুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রসিক প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, নাট্যকেন্দ্রের সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ, নাট্য চক্রের সভাপতি খন্দকার আব্দুল মজিদ হিরু। জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে উৎসবের উদ্বোধন শেষে বাদ্যযন্ত্রের তালে তালে নানা রঙ্রে প্লাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ২৩ বছর পূতি উৎসবে ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর টাউনহল মঞ্চে মাইডাসের স্বপ্ন স্বর্ণ, শাস্তি ও নীল ললিতার গীত নাটক ú্রতিদিন সন্ধ্যা সাড়ে ছ টায় মঞ্চায়ন হবে।