পুলিশ ছাত্রলীগ-যুবলীগ বাড়ি বাড়ি তল্লাশির নামে ভাঙচুরের অভিযোগ রংপুর বিএনপির
জেলা প্রতিনিধি, রংপুর॥ পুলিশ এবং যুবলীগের নেতাকর্মীরা মিলে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। উল্টো বিএনপির ৫০ নেতাকর্মীর নামসহ দেড় হাজারের বেশি জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। প্রতিদিনই পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ মিলে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশির নামে ভাঙচুর করছে বলে অভিযোগ করেছে রংপুর বিএনপি।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। গঙ্গাচড়াতে বিক্ষোভ মিছিলে পুলিশি হামলা ও সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, গত ৮ সেপ্টেম্বর গঙ্গাচড়া উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালায় এতে ১৫০ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হন। এ সময় মারাত্মকভাবে আহত হন অনেকেই। আবার অনেকেই অন্ধ হওয়ার উপক্রম। পুলিশ বিক্ষোভ মিছিল থেকে বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন করেছে।
আরো অভিযোগ করে সাইফুল ইসলাম বলেন, দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ও এসএসসি পরীক্ষার্থীদের মিথ্যা মামলায় পুলিশ হয়রানি করছেন।
এসময় অবিলম্বে পুলিশ হয়রানি ও তল্লাশির নামে নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর বন্ধ না করলে দুর্বার আন্দোলনের মাধ্যমে রংপুর জেলাকে অচল করার হুঁশিয়ারি দেন দলটির নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ, সাবেক সংসদ সদস্য সাইদা রহমান জোসনা, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফসার আলী, সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, আমিনুল ইসলাম রাঙ্গাসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।