**রংপুর নাগরিক সমাজ(RNS) সংগঠনের নিউজ পোর্টাল rnsnews24.com এ স্বাগতম।  *** প্রতিনিধি নিয়োগ*** রংপুর বিভাগের সকল জেলা ও রংপুর জেলার সকল উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ- 01722-882770 ।  *** সবার আগে নির্ভুল সংবাদ পেতে নিয়মিত ভিজিট করুন।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খুলনায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন   রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শতাধিক চিকিৎসক নিয়ে ডক্টরস নাইট অনুষ্ঠিত জাতীয় বডি বিল্ডিংয়ে মিষ্টার বাংলাদেশ কে এই রংপুরের আহসানুল হক রংপুরে দুই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ রংপুর সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী ডালিয়া উঠান বৈঠক অনুষ্ঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হাজ্জাজের বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী কেন্দ্রীয় অনুমোদন পেল সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা কমিটি জাল দলিল করে জমি আত্মসাৎ করার ঘটনায় লিপি খান-শিমুল ভরসাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা রংপুরে বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা রসিক স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলনের নির্বাচনী ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন
মনোবল শক্ত করেই বেঁচে আছি, দুঃখ হয় সাধারণের কষ্ট দেখে : ড. কামাল

মনোবল শক্ত করেই বেঁচে আছি, দুঃখ হয় সাধারণের কষ্ট দেখে : ড. কামাল

দুনিয়ার রঙ বদলে যাচ্ছে। জীবন দিয়ে এভাবে মানুষকে প্রকৃতির কাছে হার মানতে হবে, তা কখনও ভাবিনি। প্রকৃতির এমন বৈরী পরিবেশে মনোবল শক্ত করে বেঁচে আছি। তবে দুঃখ হয় সাধারণের কষ্ট দেখে।

রোববার (২১ জুন) জাগো নিউজকে এভাবেই কথাগুলো বলছিলেন প্রবীণ রাজনীতিক এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। করোনাকালীন পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন তিনি।

নিজের কুশল জানিয়ে ড. কামাল হোসেন বলেন, ‘পরিস্থিতি তো আর মানুষের নিয়ন্ত্রণে নেই। এমন পরিস্থিতিতে নিয়ম করে চলাই উত্তম। বাইরে যাই না একেবারেই। ওষুধ-পথ্য নিয়ম করে চলছে। সময় কাটে পরিবারের আপনজনদের সঙ্গেই। করোনা হয়নি, আপাতত এটিই বড় সান্ত্বনা।’

বাংলাদেশের এ সংবিধান প্রণেতা বলেন, ‘রাষ্ট্র চাইলে মানুষকে আরেকটু নিরাপদে রাখতে পারত। প্রচুর সময় পেয়েছিল প্রস্তুতির। তখন আমলে নেয়নি। এখনও নানা অসঙ্গতি। অথচ রোজ মানুষ মরছে, হাজার হাজার আক্রান্ত হচ্ছে। দায় নাগরিকেরও আছে। সচেতনতার প্রশ্নে আমরা একে অপরকে যেভাবে সহায়তা করার কথা, তা করছি না।’

রাজনীতির নয়া বলয় ঐক্যফ্রন্ট প্রধান কামাল হোসেন বলেন, ‘করোনার শেষ কোথায় কেউ নির্ধারণ করতে পারছে না। এমন পৃথিবী আগে কেউ দেখেনি। মানুষ কত অসহায়! ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি সবই বিপর্যয়ে। সাধারণরা চাকরি হারাচ্ছে। লকডাউন আরও হুমকিতে ফেলে দিচ্ছে জীবন-জীবিকা। সরকার হয়তো পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। কিন্তু এভাবে আসলে কতদিন?’

তিনি বলেন, ‘যাদের সঙ্গে কথা বলেছি আগের রাতে, পরের দিন তাদের মৃত্যুর খবর শুনতে হচ্ছে। কত পরিচিত মুখ হারিয়ে গেল। ড. আনিসুজ্জামান, কামাল লোহানী, মোহাম্মদ নাসিমের মতো বন্ধুদের হারাতে হলো। মাঝে মাঝে অসহায় বোধ করছি। এত শোক চারদিকে! আর কত?’

সূত্র: জাগো নিউজ

সংবাদটি সবাইকে জানাতে আপনার স্যোস্যাল অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করুন




©২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। আর এন এস নিউজ ২৪.কম।