রংপুরের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা উপহার দিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা
রেজাউল করিম জীবনঃ করোনাকালীন রংপুরের ফ্রন্টলাইনার চিকিৎসকদের মাঝে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার সকালে (১৫ সেপ্টেম্বর) রংপুর মেডিকেল কলেজ মিলনায়তনে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। এসময় রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ কে নুরুন্নবী লাইজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক এমপি এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর মেডিকেল কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ রেজাউল করিম, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ সুজা উদ দৌলা,
রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সানাউল হুদা রিয়াদ।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুল ইসলাম মান্টু, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাজেদ আলী বাবুল, দপ্তর সম্পাদক আমিন সরকার, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আতিক উল আলম কল্লোল,
রংপুর মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী, উপ দপ্তর সম্পাদক আবু সাদাত শাওন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য এর আগে রংপুরে কোভিড ডেডিকেটেড হাসপাতালের জন্য হাইফো ন্যাজাল ক্যানুলাসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আওয়ামী লীগের ত্রাণ উপ কমিটির পক্ষ থেকে প্রদান করা হয়।