স্টাফ রিপোর্টার।।
ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) রংপুর শাখার আয়োজনে জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুজিব বর্ষ মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।
এ উপলক্ষ্যে রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা এর অফিসে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র ও তার সহধর্মিনীর উপস্থিতিতে আরো উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক জনাব এডভোকেট আনোয়ারুল ইসলাম, কোয়াব রংপুর এর সভাপতি নাসির হোসেন, সাধারন সম্পাদক সোহরাওয়ার্দী শুভ, সহ সাধারণ সম্পাদক তারিক আহমেদ রুবেন,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হামিম,ক্রীড়া সম্পাদক আকবর আলি,সহ সভাপতি সাজিদুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রহমান রনি, দপ্তর সম্পাদক আশরাফুল আলম সুজন, কোষাধ্যক্ষ সালাউদ্দিন পাপ্পু ও নির্বাহী সদস্য আলাউদ্দিন বাবু।
এসময় টুর্নামেন্ট ঘিরে বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে তাঁরা একমত হয়।