ঠিক ৫ মাস পর আবারো আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। ৯ মার্চ কম্বোডিয়ার রাজধানী নমপেনে স্বাগতিকদের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।
এ উপলক্ষে বুধবার দুপুরে কম্বোডিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লো জেমি ডে’র শিষ্যরা। ২৩ ফুটবলারের সঙ্গে আছেন কোচ-ম্যানেজারসহ অফিসিয়ালরাও।
মঙ্গলবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
বাংলাদেশ কম্বোডিয়ার বিরুদ্ধে এমন এক সময় ম্যাচটি খেলছে যখন দরজায় কড়া নাড়ছে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। কম্বোডিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলার পরই বাহরাইনের ওই বাছাই পর্বের প্রস্তুতিতে নামতে হবে জেমিকে।
যে কারণে কোচের জাতীয় দলে আছে তারুণ্যের প্রাধান্য। যে ২৩ ফুটবল নিয়ে বুধবার দুপুরে কম্বোডিয়ার পথে উড়াল দিয়েছেন জেমি সেখানে ১১ জনই আছেন অনূর্ধ্ব-২৩ দলের প্রাথমিক দলে।
কম্বোডিয়া যাওয়ার আগে কোচ জেমি ডে তাই বাহরাইনের টুর্নামেন্টের জন্য কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচটিকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন।
কম্বোডিয়া থেকে ফিরে ঢাকায় ৮-১০ ঘন্টার বিশ্রাম নেবেন ফুটবলাররা। সিনিয়ররা ঘরে ফিরে যাবেন। অনূর্ধ্ব-২৩ দলের প্রাথমিক দলে ডাক পাওয়া ২৭ জন নিয়ে কাতারের উদ্দেশ্যে আবার উড়াল দেবেন কোচ। সেখানে ১০ দিনের বিশেষ ক্যাম্প হবে। অনুশীলনের পাশপাশি গোটাদুয়েক প্রস্তুতি ম্যাচ খেলে দল চূড়ান্ত করবেন কোচ।
কম্বোডিয়ায় জাতীয় ফুটবল দল ৯ মার্চ একটি ম্যাচ খেলবে। ১১ মার্চ ঢাকায় ফিরবে জামাল ভুঁইয়ার টিম বাংলাদেশ।
দলে যারা আছেন…
গোলরক্ষক:
আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো।
রক্ষণভাগ:
তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া ও মনজুরুর রহমান মানিক।
মধ্যমাঠ:
আতিকুর রহমান ফাহাদ, জামাল ভুঁইয়া, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মো. সোহেল রানা, ইমন মাহমুদ বাবু ও বিপলু আহমেদ।
আক্রমণভাগ:
নাবিব নেওয়াজ জীবন, রুবেল মিয়া, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ ও মোহাম্মদ ইব্রাহিম।